শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সউদীতে বন্যায় আরো তিনজনের প্রাণহানি

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মরুভূমির দেশ হিসেবে পরিচিত সউদী আরর। কয়েকদিনের তুমুল বৃষ্টিপাত আর এ থেকে সৃষ্ট বন্যায় গতকাল বৃহস্পতিবার মক্কা ও রিয়াদে আরো তিনজনের প্রাণহানির খবর পাওয়া যায়। এ নিয়ে এবারের বন্যায় নিহতের সংখ্যা দাঁড়াল ১০। এখন পর্যন্ত ৩২৫ জন বন্যার্তকে উদ্ধার করা হয়েছে এবং ১১৯টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির সিভিল ডিফেন্সের বরাত দিয়ে সউদী  গেজেট এ তথ্য জানিয়েছে। এ ছাড়া বৃষ্টির তথ্য এবং অন্য সাহায্য চেয়ে ৯৭৮টি টেলিফোন পেয়েছে সিভিল ডিফেন্স কার্যালয়। রিয়াদ, মক্কা, বাহা, জাজান, তাবুক, পূর্ব প্রবেশ এবং আসির এলাকা থেকে এসব টেলিফোন করা হয়েছে। এসব এলাকা থেকেই ওই ৩২৫ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে বিভাগটি। সউদী গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, বৃষ্টির পানি ও বন্যার পানি থেকে ৩২০টি গাড়ি উদ্ধার করা হয়েছে। বৃষ্টি ও বন্যাকবলিত এলাকার জনগণকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে বাড়ি থেকে বের হতেও বলা হয়েছে। পৌরসভাগুলোর কাছে অভিযোগ আসছে বৃষ্টির কারণে অনেক এলাকায় বিদ্যুত চলে গেছে। এ ছাড়া ট্রাফিক বিভাগেও বহু দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। পৌর কর্তৃপক্ষ পয়নিষ্কাশনের নালা ও খালগুলো পরিষ্কার করে পানি চলাচলের ব্যবস্থা করছে। এ ছাড়া পুলিশের সঙ্গে মিলে বহু স্বেচ্ছাসেবী আটকেপড়া মানুষকে উদ্ধারে কাজ করছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্যায় বহু এলাকার রাস্তা, বাড়ি এবং জমির ফসল নষ্ট হয়ে গেছে। তবে সময়মতো যথাযথ ব্যবস্থা না নেওয়ায় সরকারের বেশকিছু বিভাগের সমালোচনাও করা হচ্ছে। এ বিষয়ে অর্থনীতিবিদ ইহসান আবু হিলাকিয়া সউদী গেজেটকে বলেন, সউদী আরবে ৫৯ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয় না। যা বাংলাদেশে হওয়া বৃষ্টিপাতের তুলনায় ০.০৪৫ শতাংশ। তিনি বলেন, বৃষ্টির পরিমাণ খুব সামান্য হলেও আমাদের সংশ্লিষ্ট বিভাগ ও পানি নিষ্কাশন প্রকল্পগুলো যথাযথভাবে কাজ করতে পারেনি। সউদী গ্যাজেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন