শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাইবার আদালতে ছাত্রীসহ ১২ জনের নামে প্রিন্সিপালের মামলা

সাদিক মামুন, কুমিল্লা থেকে | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ১২:০১ এএম

কুমিল্লা নিমসার জুনাব আলী কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মামুন মিয়া মজুমদার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

গতকাল শুক্রবার সকালে কুমিল্লা নগরীর মনোহরপুরে তার বাসভবনে ইনকিলাবকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগের প্রেক্ষিতে তিনি ১২ জনের নাম উল্লেখ করে সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলা করেন। পাশাপাশি ওই কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর বিরুদ্ধেও কুমিল্লা বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করেন। প্রিন্সিপাল মামুন মিয়া মজুমদার অভিযোগ করেন, তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানাভাবে অপপ্রচার করছে। কলেজ ছাত্রলীগের একাধিক নেতা, কলেজের সামনে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা থেকে উচ্ছেদ হওয়া ব্যবসায়ী ও তাদের সঙ্গীদের প্ররোচনায় এক ছাত্রীর ফেসবুক ফেক আইডির মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কলেজে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির নামে পরিবেশ বিনষ্ট করছে। তিনি জানান, এসব ঘটনার মাধ্যমে সুনাম ও শিক্ষকতা জীবনের ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা চালানো হচ্ছে। তাই তিনি আইনের আশ্রয় নিয়ে গত ১০ আগস্ট বুড়িচং থানায় কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর বিরুদ্ধে জিডি করেন এবং ১৪ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে ওই ছাত্রীসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন