শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জেনারেল ম্যাট্টিস হচ্ছেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী

‘মানুষকে গুলি করা একটা আনন্দের ব্যাপার, স্রেফ একটা ফান’

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারে প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন সাবেক মেরিন সেনা কর্মকর্তা এবং ইরাক আগ্রাসনে অভিজ্ঞ জেনারেল জেমস ম্যাট্টিস। ওহাইও’তে আয়োজিত এক ধন্যবাদ সমাবেশে ট্রাম্প তার সরকারের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসাবে জেনারেল জেমস ম্যাট্টিসের নাম ঘোষণা করেন। গত বৃহস্পতিবার রাতে ওহাইওতে সমর্থকদের নিয়ে এক সমাবেশের শুরুতে ট্রাম্প এই ঘোষণা দিয়ে বলেন, আমরা প্রতিরক্ষার দায়িত্ব দিতে যাচ্ছি ম্যাড ডগ জেমস ম্যাট্টিসকে। এ সময় তিনি জেনারেল ম্যাট্টিসকে ম্যাড ডগ অভিহিত করে তার যোগ্যতার ভূয়সী প্রশংসা করেন। নতুন প্রেসিডেন্টের ভাষায় এ কাজের জন্য ম্যাট্টিস সবার সেরা। ম্যাড ডগ নামে পরিচিত ম্যাটিস বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য নীতির কড়া সমালোচক। বিশেষ করে ইরান বিষয়ে ওবামা প্রশাসনের সিদ্ধান্তেরও কট্টর বিরোধী ছিলেন তিনি। ম্যাট্টিস মনে করেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আনার ক্ষেত্রে ইরানই এখন একমাত্র বড় হুমকি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ম্যাট্টিসকে ডিফেন্স সেক্রেটারির দায়িত্ব দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে ট্রাম্প জানিয়েছেন। মার্কিন মেরিন বাহিনীর এই সেই জেনারেল যিনি দর্পে ঘোষণা দিয়েছিলেন মানুষকে গুলি করা আনন্দের ব্যাপার। এই মন্তব্য করে  ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক খবরে বলা হয়, ২০০৫ সালে স্যান ডিয়েগোতে নৌ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে একটি বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন ম্যাটিস। তিনি বলেছিলেন, কোনও ব্যক্তিকে গুলি করাটা ‘স্রেফ একটা ফান’। ওহাইওর সিনসিনাটির সমাবেশের শুরুতেই পেন্টাগনের বস হিসেবে ম্যাট্টিসের নাম ঘোষিত হয়। সমাবেশে ট্রাম্প বলেন, এখন যারা আছেন তাদের মধ্যে ম্যাটিসই জেনারেল জর্জ প্যাটনের সবচেয়ে কাছাকাছি। উল্লেখ্য, জেনারেল জর্জ প্যাটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর কমা-ার ছিলেন। এর আগে ৬৬ বছর বয়সী ম্যাট্টিসকে তিনি সত্যিকারের জেনারেলদের জেনারেল বলে অভিহিত করেন।
অবসরপ্রাপ্ত এ মেরিন সেনা কর্মকর্তা ১৯৯১ সালের প্রথম উপসাগরীয় যুদ্ধে অ্যাসল্ট ব্যাটালিয়নের নেতৃত্ব দিয়েছিলেন। ছিলেন ২০০১ সালে দক্ষিণ আফগানিস্তানে একটি টাস্কফোর্সের কমা-ারের দায়িত্বেও। যুক্তরাষ্ট্রের ইরাক অভিযানেও অংশ নিয়েছিলেন ম্যাট্টিস এবং ফালুজার যুদ্ধে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওই সময় তার একটি মন্তব্য বেশ আলোচনার জন্ম দেয়। ইরাকে মেরিন সেনাদের উদ্দেশ্যে সে সময় ম্যাট্টিস বলেছিলেন, ভদ্র হও, পেশাদার হও তবে মনে রাখতে হবে যে যাদের সঙ্গে তোমার দেখা হবে তাদের সবাইকে মেরে ফেলতে হতে পারে। বিবিসি,রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন