শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক এ আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ৫:২৯ পিএম

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদাতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহ্মদ, ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলী খান, সম্মানিত পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মো. মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, মোহাম্মদ ইউসুফ চৌধুরী, কাজী খুররম আহমেদ, এ কে এম আবদুল আলীম, মো. আবুল হোসেন, স্বতন্ত্র পরিচালক নজমুল হক চৌধুরী ও গোলাম হাফিজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম লতিফ হাসান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও এসবিএল শরি‘আহ্ সেক্রেটারিয়েট মো. মোহন মিয়া, এসইভিপি ও মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরী, এসইভিপি ও খুলনা রিজিওনের রিজিওনাল ম্যানেজার হায়দার নুরুন্নাহার এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএসহ ব্যাংকের সকল শাখার উপব্যবস্থাপক, ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানবৃন্দ। উক্ত দোয়া মাহ্ফিলের শুরুতে ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেন এবং মহান আল্লাহ্ রাব্বুল আল আমিন এর দরবারে ১৫ই আগস্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, “যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, সেই মানুষটিকে (বঙ্গবন্ধু) দেশদ্রোহী ষঢ়যন্ত্রকারীরা সপ্নের সোনার বাংলা গড়ার সময় দেয়নি, আজ যদি তিনি বেচে থাকতেন বাংলাদেশ আরো অনেক আগেই উন্নত দেশ হতে পারতো। আজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে সামনে এগিয়ে চলছে, আমরা ইতিমধ্যেই উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, অচিরেই শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ তথা বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো ইনশাল্লাহ্”। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বারিধারা ইউএন রোড মসজিদের ইমাম ও খতিব, সলিমুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও স্ট্যান্ডার্ড ব্যাংক শরি‘আহ্ বোর্ডের সদস্য মুহাম্মদ মনসুর আল হক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন