শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৩০ বছর পর মালেক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

ময়মনসিংহ ব্যুরো: | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ৮:৫৬ পিএম

ময়মনসিংহে ত্রিশ বছর পর ত্রিশালের মালেক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত। একই সাথে সব আসামিকে দশ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো তিন মাস স্বশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন বিচারক।
সোমবার (২২ আগষ্ট) দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সাবরিনা আলী এই রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের আলতাব আলী, মফিজ উদ্দিন, কিসমত আলী ও জিন্নাত আলী।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সঞ্জিব সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯৯২ সালে পূর্ববিরোধের জের ধরে মালেক'কে কুপিয়ে খুন করে আসামিরা। এ ঘটনায় ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের হলে ঘটনার প্রায় ত্রিশ বছর পর স্বাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষনা করেন বিচারক।
তিনি আরও জানান, নিহত মালেক একটি মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি ছিল। এছাড়াও এই হত্যা মামলার আসামি এবং ভিকটিম পক্ষের মধ্েয এর আগেও একাধিক খুনের ঘটনায় পূর্ববিরোধ ছিল, যা র্দীঘদিন ধরে চলে আসছিল বলেও জানান অ্যাডভোকেট সঞ্জিব সরকার।তা বাড়াতে বিভাগীয় প্রস্তুতি সভা করে ছিল বিএনপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন