শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

অনেক ন্যাটো রাষ্ট্র চায় ইউক্রেনের সংঘাত অব্যাহত থাকুক : তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু গতকাল বলেছেন যে, ন্যাটোর বেশ কয়েকটি দেশ ইউক্রেনে সংঘাত অব্যাহত রাখতে চায়।

‘পশ্চিমে এমন কিছু দেশ আছে যারা যুদ্ধ চালিয়ে যেতে চায়, তাদের মধ্যে ন্যাটো সদস্য দেশ রয়েছে। আমি বলতে চাচ্ছি শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ন্যাটো সদস্য দেশগুলোও সংঘাত অব্যাহত রাখতে চায়।

সেখানেও তারা শস্য চুক্তি নিয়ে নাশকতা করতে চেয়েছিল। তবুও তা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র (শস্য চুক্তির বিষয়ে) অবদান রেখেছিল, যার মধ্যে রয়েছে রাশিয়ান সার রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া, বন্দরগুলিকে অবরোধ মুক্ত করা এবং ব্যাঙ্কিং কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া। তবুও ইউরোপীয় দেশগুলিও ছিল যারা এতে নাশকতা করতে চেয়েছিল। আমরা আমরা আশা হারাচ্ছি না এবং আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি,’ তিনি হ্যাবার গ্লোবাল টিভি চ্যানেলের সাথে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন। সূত্র: তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন