রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দু’ঘণ্টার যুদ্ধে ৩০ সৈন্য নিহত মিয়ানমারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

মিয়ানমারের সাগাইংয়ে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে সরকারি বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছে। সাগাইং অঞ্চলের কাঠা শহরের উপকণ্ঠে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ও কাচিন ইনডেপেনডেন্স আর্মির (কেআইএ) সাথে এ সংঘর্ষ হয়। কাঠা-পিডিএফের সূত্র অনুসারে, ইরাবতি নদীর পূর্ব তীরে বান্ট বিওয়ে গ্রামে নিয়োজিত থাকা ৫০ জন সরকারি সৈন্যের ওপর সোমবার ভোরে যৌথ আক্রমণ চালায় কেআইএ ও পিডিএফ। এ সময় জান্তা সৈন্যরা ছয়টি ইঞ্জিনচালিত নৌকায় করে নদীর তীরঘেঁষে খাবার, অস্ত্র ও গোলাবারুদ মান্দালয় অঞ্চল থেকে উত্তর মিয়ানমারের কাচিন রাজ্যে নিয়ে যাচ্ছিল। সরকারি বাহিনীর এই বহরটি গত সপ্তাহেও কাঠায় কেআইএ ও পিডিএফ দ্বারা দু’বার আক্রান্ত হয়েছিল। যুদ্ধবিমান ও পদাতিক বাহিনী তাদের পাহারা দিয়ে নিয়ে যাওয়ার সময়ই তারা এ আক্রমণের শিকার হয়। এ সংঘর্ষ স্থায়ী হয় প্রায় দুই ঘণ্টা। কাঠা-পিডিএফের একজন কর্মকর্তা দ্য ইরাবতিকে মঙ্গলবার জানিয়েছেন, শাসকগোষ্ঠীর দুটি যুদ্ধবিমান দ্বারা পাঁচটি ফ্লাইট পরিচালিত হয়েছিল, এ সময় ৯টি বোমা ফেলা হয়েছিল। তবে কেআইএ ও পিডিএফের যুদ্ধারা জান্তা বিমান হামলার সম্ভাবনা সম্পর্কে আগাম খবর পেয়ে পালিয়ে যেতে সমর্থ হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে কাঠা-পিডিএফ বলেছে, এ যুদ্ধে ৩০ জন জান্তা সৈন্য নিহত হয়েছে। দ্য ইরাবতী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন