শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার বাংলায় আসছে কোরিয়ান সিনেমা ‘বান্ধবী’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ১১:৫৮ এএম

প্রথমবারের মতো কোনো বাঙ্গালি তরুণ অভিনয় করেছেন কোরিয়ান সিনেমায়। বন্ধুত্বের টানাপোড়নের এক গল্প নিয়ে ২০০৯ সালে কোরিয়ান ভাষায় মুক্তি পেয়েছিল ‘বান্ধবী’। সিন দং ইল পরিচালিত এই সিনেমাটি আজ (২৫ আগস্ট) বৃহস্পতিবার রাত ৮টা থেকে বাংলা ভাষায় দেখা যাবে চরকিতে।

পরিচালক সিন দং ইল বাংলাদেশের দর্শকদের জন্য এক বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘বান্ধবী সিনেমাটি ২০০৯ সালে দক্ষিণ কোরিয়াতে নির্মিত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আলোচিত ও সমাদৃত হয়েছে। দীর্ঘদিন পরে হলেও সিনেমাটি বাংলাদেশের দর্শকদের মাঝে পরিবেশিত হওয়াতে আমি আনন্দিত। আশা করি, বাংলাভাষী দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন। চরকির সকল দর্শকদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা রইল।’

সিনেমাটিতে দেখা যাবে, পরিবারের অশান্তি আর নিজের জীবন নিয়ে হতাশায় থাকা মিন সু ঘটনাক্রমে বন্ধু হয়ে যায় বাংলাদেশী যুবক করিমের। যে কিনা দক্ষিণ কোরিয়াতে কাজ করতে গিয়েছে। নিজের বকেয়া বেতনের আদায়ের জন্যে চেষ্টা করে যাচ্ছে। আর এই ভিনদেশে একা একা করিম কি পারবে মিন-সু এর সাহায্য নিয়ে তার বকেয়া বেতন আদায় করতে?

সিনেমাটির করিম চরিত্রে দেখা যাবে মাহবুব লীকে। কোরিয়ায় গিয়ে সেখানকার সিনেমার সাথে যুক্ত হওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বান্ধবী আমার অভিনীত প্রথম ফিচার ফিল্ম, তাও কোরিয়ান ভাষায়। প্রথম দিকে খুব কষ্ট হয়েছে ভাষা শিখতে। কোরিয়ান ভাষার সাথে এক্সপ্রেশন দিয়ে অভিনয় করাটাও আমার জন্য নতুন ছিল। অনেক রিহার্সাল করেছি। চরিত্রের প্রয়োজনে আমাকে প্রায় ১২ কেজি ওজন কমাতে হয়।’

মাহবুব আরও বলেন, ‘পুরো টিম খুব সহযোগিতা করেছে আমাকে। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এতো কষ্টের পর সিনেমাটা যখন বড় পর্দায় দেখি তখন অন্যরকম এক ভালো লাগা কাজ করেছে। এতোদিন চরকিতে আমাদের সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে ভেবেও ভালো লাগছে। এখন সিনেমাটা আমাদের দেশসহ সবাই দেখতে পারবে ভেবেও ভালো লাগছে।‘

‘বান্ধবী’ সিনেমায় মাহাবুব লী-এর সাথে জিন হি ব্যায়েক, হুক কিয়ুন পার্ক, লী ইল হু-সহ আরও অনেকে অভিনয় করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন