শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

সউদীতে প্রাইভেটকার খাদে পড়ে দুই ভাইসহ ৩ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২২, ১১:৪০ এএম

সউদী আরবের আল-কাসিম শহরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আপন দুই ভাইসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২৪), মো. পারভেজ (২১) ও আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম। বিষয়টি নিশ্চিত করেছেন জলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ।
তিনি বলেন, তিন বছর আগে ফারুক সউদী আরবে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি নেন। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যায় ফারুক। সাদ্দামও বছর তিনেক আগে সউদীতে পাড়ি জমান বলে জানান চেয়ারম্যান আশিকুর হিরণ।

বৃহস্পতিবার দুপুরে বাজার করতে প্রাইভেটকার নিয়ে তারা তিনজন বের হন। তারা সউদীর আল-কাসিম শহরে পৌঁছার আগে মোড় ঘোরার সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের সহায়তায় যা করার প্রয়োজন আমরা সবই করব।

জনশক্তি রপ্তানি অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, মরদেহ দেশে আনার জন্য পরিবারগুলোকে সব রকমের সহযোগিতা দেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন