শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঢাবি নাটমণ্ডলে একটানা আট দিন ‘করুণা ও ভীতির গল্প’

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ১২:০৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে একটানা আট দিন মঞ্চস্থ হচ্ছে নাটক ‘করুণা ও ভীতির গল্প’। ২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় এটি মঞ্চস্থ হবে। নাটকটি প্রযোজনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট, ওথেলো ও ম্যাকবেথ-এই তিন উপন্যাসের মূল ভাব ধরে নাটকটি রচিত হয়েছে। এটি নির্দেশনা দিচ্ছেন ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদুল কবির। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের উত্থান-পতন, সামরিকায়ন, রক্তপাত ও হত্যার ঘটনাগুলোকে শেক্সপিয়ারের ট্রাজেডিগুলোর ভেতর প্রতিবিম্বিত করা হয়েছে এই নাটক প্রযোজনার মাধ্যমে। নাটকের নেপথ্যে, নির্দেশনা সহযোগী হিসেবে কাজ করেছেন ধীমান চন্দ্র বর্মণ। অভিনয় করেছেন বিভাগের শিক্ষার্থী মো. রায়হান উল্যাহ আল সালাম, অরুণা সিক্ত সাচী, কানিজ ফারজানা আরেফিন, সাইলিনা বিশ্বাস পূর্বা, গোলাপ রানী দাস, পূজা সরকার, মুনতাকা বিনতে হক ইরা, রজিবুল ইসলাম সোহাগ, সাদমান সৌমিক সিয়াম, শাকির আলীম, মো. সামির হোসেন, আবিদ হাসান প্রমুখ। নাটকটি স¤পর্কে নির্দেশক ড. আহমেদুল কবির বলেন, পুরাতন সময়ের গ্রন্থি খুলে আমরা সৃজন করতে চেয়েছি বর্তমান সময়ের এক চৌচির গাঁথা করুণা ও ভীতির গল্প। আমাদের করুণ ও ভীত গল্পগুচ্ছের ভুবনে সিক্ত হতে নয়, ভয়ে ত্রস্ত হতে নয়, বিমোক্ষণের ভেতর দিয়ে অভিনীত জীবনের সাথে বাস্তব জীবনের ব্যবধান ঘুচে গেলে যে জীবনের আবিস্কার ঘটে, সেই জীবনের খোঁজে আনন্দ ও শিক্ষার অমৃত ভুবনে আমরা স্বাগত জানাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন