লিভারপুল ম্যাচের একাদশ অপরিবর্তি রেখেই সাউথাম্পটনের ঘরের মাঠে নামল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিশ্চিয়ানো রোনালদোকে এদিনও প্রথমে বেঞ্চে রাখলেন টেন হাগ। তবে আরেক পর্তুগীজ ও এই ম্যাচে আর্মব্যান্ড পড়া ব্রুনো ফের্নান্দেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা। গতকালের এই জয়ে ফেব্রুয়ারির পর প্রথম প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচ জয়ের মুখ দেখল ইউনাইটেড।
ম্যাচের ১৯ মিনিটে দিয়াগো দালোটের ক্রসে ব্রুনো হেড করে প্রতিপক্ষের জালে বল জড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন। ঠিক সেই মুহূর্তে এলাঙ্গা ও এরিকসনের সামনেও এসেছিল গোল করার সুযোগ। তবে ব্যর্থ হয় ম্যানইউর ৩টি প্রচেষ্টাই। এই দুই পর্তুগীজ জুটিই দ্বিতীয়ার্ধের দশম মিনিটের সময় সফরকারীদের এগিয়ে দেন। দালোটের ক্রসে মাটিতে ড্রপ করা দারুণ এক ভলিতে ম্যানইউকে লিড এনে দেন ব্রুনো। ম্যাচের ৬৮ মিনিটের সময় দলের মহাতারকা রোনালদোকে মাঠে নামান টেন হাগ। মাঠে নেমেই মৌসুমের প্রথম গোলের কাছাকাছিও চলে গিয়েছিলেন এই পর্তুগীজ। তবে মুসা জেনপোর চ্যালেঞ্জে তা আর সম্ভব হয়নি। ম্যাচের ৮০ মিনিটে কাসেমিরোর অভিষেকটাও হয়ে যায় এই ম্যাচ দিয়েও।
গত মৌসুমে লিগে এই প্রতিপক্ষের বিপক্ষে দুই ম্যাচই ড্র করেছিল ম্যানইউ। ব্রাইটনের কাছে হারে মৌসুম শুরু করেছিল রেড ডেভিলরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন