শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিক্ষোভে উত্তাল ভারত

সংঘবদ্ধ ধর্ষণ মামলার ১১ আসামির মুক্তির ঘটনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ আসামিকে মুক্তি দেওয়ায় বিক্ষোভে উত্তাল ভারত। ২০০২ সালে ভারতের গুজরাটে দাঙ্গার সময় গণধর্ষণের শিকার হন বিলকিস বানু। সেই সময় নিজ পরিবারের ১৪ সদস্যকে খুন হতে দেখেন তিনি। আলোচিত এই ঘটনায় দন্ডপ্রাপ্তদের সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার প্রতিবাদে শনিবার ভারতের বিভিন্নস্থানে বিক্ষোভ হয়েছে। চলতি মাসে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে গুজরাট সরকার এসব আসামিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা দেয়। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন বিরোধী দল, অ্যাক্টিভিস্ট এবং বেশ কয়েকজন সাংবাদিক। তারা বলছেন, এই সিদ্ধান্ত সংখ্যালঘু মুসলিমদের অধিকারের বিরুদ্ধে গেছে। ২০১৪ সালে বিজেপি কেন্দ্রীয় সরকার গঠনের পর থেকে মুসলিমদের ওপর আক্রমণের ঘটনা দ্রæত বেড়েছে। ১৯৪৭ সালে দেশভাগের পর ২০০২ সালে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় দাঙ্গা বাঁধে গুজরাটে। সা¤প্রদায়িক সহিংসতায় হাজারো মানুষ নিহত হন। সেসময় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বিলকিস বানু। ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহŸান জানিয়ে রাজপথে নেমে সেøাগান দিতে দেখা গেছে নারী ও পুরুষদের। এ প্রসঙ্গে ভারতীয় চলচ্চিত্র তারকা ও নারী অধিকারের প্রচারক শাবানা আজমি রাজধানী দিল্লিতে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘বিলকিস বানু এবং তার পরিবারের সঙ্গে যা ঘটেছে, আমরা দাঁড়িয়ে আমাদের দেশে এটি দেখতে পারি না। তাই আমরা সবাই আসবো। এ ঘটনায় আওয়াজ তুলুন’। টিওআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন