রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাকিস্তান-ভারত ম্যাচ ঘিরে সামাজিক মাধ্যমে উত্তাপ

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ৩:১৮ পিএম

ভারত ও পাকিস্তান দুই পরাশক্তির লড়াই ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে অন্যরকম এক উন্মাদনা। ভক্ত-সমর্থক থেকে উত্তাপ ছড়িয়ে পড়ছে তারকাদের মাঝেও। কথার লড়াইয়ে যোগ দিচ্ছেন দুই দলের ভক্তরা।

গত বছর টি২০ বিশ্বকাপে ১০ উইকেটের জয়ের পথে বিরাট কোহলিদের উড়িয়ে দিয়েছিল বাবর আজমের দল। যে কোন ফরমেটের বিশ্বকাপে চিরশত্রু ভারতের বিপক্ষে সেটিই পাকিস্তানের একমাত্র সাফল্য।

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ রোববার মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথম মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। অর্থাত, ফাইনালের আগেই আরেক ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি। ভারত-পাকিস্তানের ম্যাচটি মাঠে গড়াবে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বরাবরেই মতো এবারও এই ম্যাচ ঘিরে শুরু হয়ে গেছে কথার যুদ্ধ। দুই দেশের মধ্যে কথার যুদ্ধটা কদিন আগে থেকেই শুরু হলেও সেই যুদ্ধটা আরও একটু উস্কে দিয়েছেন দুদেশের তারকা খেলোয়াড়রা।

পাকিস্তান-ভারত হাইভোল্টেজ ম্যাচ নিয়ে মোঃ মিলন লিখেছেন, ‘‘টস এর উপর ম্যাচ জয়-পরাজয় নির্ভর করবে ভারত পাকিস্তানের ম্যাচে, দুবাইয়ের মাঠ গুলোতে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে, আমরা দেখেছিলাম যে টসে জিতে যে দলগুলো প্রথমে ফিল্ডিং করা সিদ্ধান্ত নেয় সেই দলগুলো ৯৯ পার্সেন্ট ম্যাচ জয়ে এগিয়ে থেকে ম্যাচ জয় করেছিল। এ বছরও এশিয়া কাপে সেটাই দেখা যাচ্ছে, বিশেষ করে দুবাইয়ের মাঠগুলোতে যে দলগুলো টসে জিতে ফিল্ডিং করতে নামে তারাই ৯৯% ম্যাচ জয়ে এগিয়ে থাকবে।’’

মজিবুর রহমান নামে এক ক্রিকেট ভক্ত লিখেছেন, ‘‘বিশ্বকাপ হলে ভারত জয়ী হতো,
যেহেতু এশিয়া কাপ, আর বাবর আজমরা ফর্মের সেরা অবস্থানে আছে, সেই হিসেবে পাকিস্তান জয়ী হওয়ার সম্ভাবনা খুব বেশি। শুভকামনা টিম পাকিস্তান।’’

বখতিয়ার উদ্দিন নামে এক পাঠক লিখেছেন, ‘‘যেই দল জয়ী হোক না কেন, ম্যাচ যেন দর্শকদের তৃপ্তি দিতে পারে। কারণ গ্যালারিতে ২০০০০ দর্শক দাঁড়িয়ে খেলা উপভোগ করবে, রেডিও, টেলিভিশন, ফেসবুক ও ইউটিউবে নেটিজেনরা অপেক্ষার প্রহর গুনছে।’’

কথার যুদ্ধে অংশ নিয়ে শ্যামল রায় লিখেছেন, ‘‘এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। এই টুর্নামেন্টের ওয়ানডে টি–টোয়েন্টি সংস্করণ মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে মোট ১৪ বার খেলতে নেমেছে ভারত। এই দুই দলের এশিয়া কাপ–লড়াইয়ে সফল দল ভারতই। ১৪ ম্যাচে ভারতের জয় আটটি, হার পাঁচবার, একটির ফল হয়নি।আশা করি আজকের ম্যাচ এর ফলাফল ও কয়েক ঘন্টার মধ্যেই পেয়ে যাব।’’

পাকিস্তান-ভারত ম্যাচের শুভ কামনা করে রফিকুল ইসলাম লিখেছেন, ‘‘আকর্ষণ, চাপা উত্তেজনা সব মিলিয়ে দর্শকদের অন্যরকম একটি অনুভূতি পাক ভারত ক্রিকেট ম‍্যাচ। সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হোক এমনটাই প্রত‍্যাশা।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন