পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-র দশম পর্যালোচনা সম্মেলনে ঐকমত্য না-হওয়ায় হতাশা প্রকাশ করেছে চীন।
আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন হতাশ। আবারও প্রমাণিত হলো যে, কোনো চুক্তি শূন্যতায় কাজ করে না।
মুখপাত্র বলেন, তবে সম্মেলন পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও চীন মনে করে না। চুক্তির পর্যালোচনা সম্মেলন শেষ হয়েছে এবং চুক্তির লক্ষ্য পূরণের লক্ষ্যে কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলবে; প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রস্তাবিত বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ এবং বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ অনুসরণ করে যাবে। সূত্র: সিনহুয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন