টাঙ্গাইলের ভূঞাপুরে হেরোইন বিক্রির দায়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার ফসলান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে আ: কাদের (৩২), বাহাদীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মাইনুল ইসলাম (৪৫) ও পার্শ্ববতী ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামের বাবুর ছেলে স্বপন (৩০)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।
জানা যায়, মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ভূঞাপুর উপজেলা পরিষদ এলাকায় আনসার ও ভিডিপি অফিস সংলগ্ন ডরমেটরির পেছন থেকে আনসার ও ভিডিপি সদস্যরা হেরোইন বিক্রির সময় ৫ পুরিয়া হেরোইনসহ তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, ভূঞাপুরকে মাদকমুক্ত করতে মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন