মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সিটির মাঠে চেলসির জয়

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : উত্তেজনার আভাস আগে থেকেই ছিল। কিন্তু ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়াম দর্শকদের এতটা উত্তাপ উপহার দেবে তা সম্ভাবত কেউ কুনক্ষণেও ভাবতে পারেনি। বিরতির ঠিক আগ মুহূর্ত পর্যন্ত চেলসির জালে যেভাবে একের পর এক আক্রমণ করল সিটি তাতে ম্যাচ শেষে ৩-১ স্কোর বোর্ডে চেলসির জয় বিষ্ময় জাগানিয়াই বটে।
ডি ব্রæইনের এক ভুলেই খেলার গতিপথ পাল্টে গেল। চেলসির আক্রমণভাবে তার ভুলের কারণেই বল পেয়ে যান সেস ফ্যব্রিগাস। ৫০ গজের দুরপাল্লার শটে তিনি বল বাড়ান স্বাগতিক রক্ষণে ওঁৎপেতে থাকা ডিয়াগো কস্তার কাছে। কোনই ভুল করেননি স্প্যানিশ ফরোয়ার্ড। আর্জেন্টাইন ডিয়েন্ডার নিকোলাস ওটোমেন্ডির পর গোলরক্ষর কেইলর নাভাসকেও সহজে পরাস্ত করেন কস্তা। এসময় বিরতর ঠিক আগ মুহুর্তে গ্রে কাহিলের গোলে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল। এর পরই পাল্টে যায় ম্যাচের চিত্র। ১০ মিনিট পর কস্তার বাড়ানো বলে দলকে এগিয়ে নেন বদলি হিসেবে নামা ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান। এসময় তিনি শাপেকোয়েনসের নিহত খেলোয়াড়দের স্মরণ করেন বাহুতে থাকা কালো ব্যাজ খুলে। নির্ধারিত সময়ের শেষ সময়ে ব্যবধান বাড়ান এডেন হ্যাজার্ড। একেবারে শেষ সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দুই সিটি খেলোয়াড় সার্জিও আগুয়েরো ও লউস রোজা। এই জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো সুসংহত করল অ্যান্তোনিও কন্তের চেলসি। গার্দিওলার দলের সংগ্রহ ৩০ পয়েন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন