শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম আবাহনী

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা জয়ে নিজেদের লক্ষ্য শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। যথারীতি লিগের আঠারতম রাউন্ডেও তারা জয় তুলে নিয়েছে। গতকাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। বিজয়ীদের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান ডিফেন্ডার এলিসন উদোকা। এ জয়ে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানেই থাকলো চট্টগ্রামের দলটি। সমান ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে সপ্তমস্থানেই রইলো আরামবাগ।
লিগের প্রথম পর্বে দু’দলের লড়াইটি গোলশূণ্য অমিমাংসিতভাবে শেষ হয়েছিলো। তবে দ্বিতীয় পর্বে এসে পুরো তিন পয়েন্টই প্রয়োজন ছিলো চট্টগ্রাম আবাহনীর। কারণ শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে কোনভাবেই পয়েন্ট নষ্ট করা যাবে না। এমন চিন্তা মাথায় রেখে কাল মাঠে নামে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের শুরু থেকেই তারা আক্রমণাতœ ফুটবল উপহার দেয়। চার মিনিটে আক্রমণে যান চট্টগ্রাম আবাহনীর ভুটানী ফরোয়ার্ড চেনচো গেইলসেন। কিন্তু তার দূরপাল্লার দুর্বল শটটি সহজেই গ্রিপে নিয়ে নেন আরামবাগ গোলরক্ষক মিতুল হাসান। ৫ মিনিটে বক্সের বাইরে থেকে আরামবাগ ফরোয়ার্ড জাফরের বাঁম পায়ের চমৎকার শটটি অল্পের জন্য জালে জড়ায়নি। তবে ম্যাচের ২৮ মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ডেডবল স্পেশালিস্ট অধিনায়ক মামুনুল ইসলামের কর্ণারে আসা বল বক্সে লাফিয়ে উঠে দর্শণীয় হেডে জালে জড়িয়ে দেন নাইজেরিয়ান ডিফেন্ডার এলিসন উদোকা (১-০)। ৪১ মিনিটে সমতায় ফেরার সুযোগটি হাতছাড়া করেন আরামবাগের ফরোয়ার্ড সাজিদুর রহমান সাজিদ। এসময় ডান প্রান্ত দিয়ে তাকে দুর্দান্ত স্কয়ার পাস দেন ফরোয়ার্ড আবু সুফিয়ান সাজিদ। পোস্টের খুব কাছেই ছিলেন সাজিদ। কিন্তু বলটা জালে ঠেলে দিতে পারেননি তিনি। ম্যাচের ৬৭ মিনিটে বক্সের কাছাকাছি ফ্রি কিক পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন আরামবাগের জাফর ইকবাল। দ্বিতীয়ার্ধে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন উইঙ্গার জাহিদ হোসেন। তবে এই ম্যাচে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন চট্টগ্রাম আবাহনীর এই নিয়মিত স্কোরার। ৭৫ মিনিটে সোহেল রানার ভলি অল্পের জন্য জালে জড়ায়নি। ৮৩ মিনিটে বক্সের খুব কাছেই ফ্রি কিক পেয়েও ব্যর্থ হয় আরামবাগ। শেষ পর্যন্ত তিন পয়েন্ট খুইয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন