বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২০ বছরের জন্য আফগানিস্তানকে ক্ষতিপূরণ দিন

যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

একজনের দেনা অন্যদেরকে পরিশোধ করতে বাধ্য না করে আফগান জনগণের কাছ থেকে চুরি করা অর্থ ফেরত দিন। সোমবার তার মার্কিন সমপক্ষ লিন্ডা থমাস-গ্রিনফিল্ডকে এ আহ্বান জানিয়েছেন জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া।

এ দিন আফগানিস্তানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বৈঠকে থমাস-গ্রিনফিল্ড দাবি করেন যে, রাশিয়া আফগানিস্তানের পুনরুদ্ধারের জন্য অর্থায়নে খুব কম অবদান রেখেছে বলে অভিযোগ রয়েছে। ‘আমাদের মার্কিন সহকর্মীদের দীর্ঘ অনুমান থেকে, কেউ আফগানিস্তান পুনরুদ্ধারের জন্য অর্থ প্রদানের জন্য রাশিয়া এবং চীনকে খুঁজে পাবে না। এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, যারা সবকিছু দেয়, যখন রাশিয়া এবং চীন কেবল খালি কথা বলে।’

‘এই ধরনের দাবির নিন্দাবাদ কেবল মর্মান্তিক। আমাদেরকে এমন দেশের পুনরুদ্ধারের জন্য অর্থ প্রদান করতে আহ্বান জানানো হচ্ছে, যার অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর ২০ বছরের দীর্ঘ দখলদারিত্বের কারণে কার্যকরভাবে ধ্বংস হয়েছিল,’ রুশ কূটনীতিক উল্লেখ করেছেন, ‘নিজের ভুল স্বীকার করা এবং সেগুলি ঠিক করার চেষ্টা করার পরিবর্তে, আমাদেরকে অন্য কারো দেনা পরিশোধ করতে অনিচ্ছুক বলে অভিযুক্ত করা হচ্ছে। এটি একটি আকর্ষণীয় প্রস্তাব।’

‘না, আমাদের প্রিয় সাবেক পশ্চিমা অংশীদাররা, আপনার নিজের ভুলের জন্য মূল্য আপনাকেই দিতে হবে,’ কূটনীতিক বলেছিলেন, ‘এবং, শুরুর জন্য, আফগান জনগণের কাছ থেকে চুরি করা অর্থ তাদের ফেরত দেয়া প্রয়োজন। আমরা আফগানিস্তানকে সাহায্য করে আসছি এবং সাহায্য করব। এবং আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি যে, ২০ বছরের জন্য আফগান জনগণকে বিল পরিশোধের দিকে মনোযোগ দিন। অর্থহীন দখলদারিত্ব, যা আফগানিস্তানকে ধ্বংস করেছে এবং যা এর জনগণকে মৃত্যুর দ্বারপ্রান্তে ফেলেছে।’

‘সবকিছু টাকায় মাপা যায় না। আফগানিস্তানে গণতন্ত্র আরোপ করার সময় যারা মারা গেছে তাদের জীবন টাকা দিয়ে মাপা যায় না; এবং টাকা দিয়ে আফগানিস্তানের জনগণের আনুগত্য কেনা যায় না, যা মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে হারিয়েছে,’ নেবেনজিয়া বলল। সূত্র : তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন