মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

১৪৪ ধারা ভেঙ্গে মুরাদনগর বিএনপির বিক্ষোভ মিছিল, ৫২ জনের অধিক গ্রেফতার

হামলায় শতাধিক আহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ২:২১ পিএম | আপডেট : ২:৩৯ পিএম, ৩১ আগস্ট, ২০২২

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলম ও সেচ্ছাসেবক দলনেতা শহীদ রহিম এর হত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রোগ্রামের আয়োজন করলে পুলিশ ১৪৪ ধারা জারি করে, ৫২ জনের অধিক গ্রেফতার করে, মিছিলে যোগ দিতে আসা নেতাকর্মীদের উপর হামলা, বিএনপি নেতা সৈয়দ মোশতাক, যুবদলের আহ্বায়ক সোহেল সামাদসহ শতাধিক আহত। পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নারকীয় তান্ডবের নিন্দা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং বিএনপি নির্বাহী কমিটির গনশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।

আজ ৩০ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ১৪৪ ধারা ভংগ করে হাইওয়েতে বিক্ষোভ মিছিল মুরাদনগরে বিএনপির বিক্ষোভ মিছিল সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্দেশে মুরাদনগর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্ততি গ্রহন করিলে গতরাত থেকে পুলিশ বাহিনী ব্যাপক ধরপাকর শুরু করেন। উপজেলা বিএনপির সভাপতি জনাব মহীউদ্দিন অঞ্জনসহ অনেক নেতা কর্মীদের বাড়ীতে ব্যাপক তল্লাসী চালায়। বিএনপির সবকটি স্পটেই আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে শতাধিক নেতাকর্মীকে আহত করে। পুলিশ এ পর্যন্ত অর্ধশত লোককে গ্রেফতার করে। ইলিয়টগনজের নিকট মরাদনগরের অংশে প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে মিছিল শুরু হলে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে জাকির হোসেনসহ প্রায় ১৫ জনকে আহত করে। মিছিলে আসা লোকদের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। বাখরাবাদ, নয়ামতকান্দি,পাঁচ পুকুরিয়া, কোম্পানীগন্জ, ইলিয়টগন্জ স্পটগুলো থেকে নেতাকর্মীদের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় আওয়ামী বাহিনী। ১৮ নং চালিয়াকান্দি ইউনিয়য়ন যুবদলের নেতার কাছ থেকে আওয়ামী পুলিশ ৫০০০ টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন প্রধান অতিথি অধ্যাক সেলিম ভূইয়া,গন শিক্ষা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি,বিশেষ অতিথি, এ এফ এম তারেক মুন্সি,সদস্য সচিব কুমিল্লা উত্তর জেলা বিএনপি।সৈয়দ তৌফিক আহমেদ মীর, যুগ্ম আহবায়ক কুমিল্লা উত্তর জেলা বিএনপি।সভাপতিত্ব করেন,মুরাদনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃমহিউদ্দিন,উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃশাহআলম সরকার,।মুরাদনগর উপজেলা যুবদলের আহবায়ক, সোহেল সামাদ সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা,সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড নাছির উদ্দীন, সদস্য সচিব মোঃজয়নাল আবেদীন মোল্লাসহ আরো অনেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন