১৭২ দিন পর অনশন ভাঙলেন আলোচিত বন্দি ফিলিস্তিনি খলিল আওয়াদেহ। কোনো অভিযোগ বা বিচার ছাড়া আটকে রাখার প্রতিবাদে গত মার্চ থেকে অনশন কর্মসূচি পালন করছিলেন তিনি। মুক্তির খবর নিশ্চিতের পর খাবার মুখে তোলেন তিনি। ২ অক্টোবর বন্দিদশা থেকে মুক্ত হওয়ার কথা তার। খলিলের মুক্তিকে বিজয় হিসেবে দেখছেন ফিলিস্তিনিরা। প্রায় ছয় মাসের অনশনে ৪০ বছর বয়সি খলিল আওয়াদেহর ওজন কমে দাঁড়িয়েছে ৩৭ কেজিতে। যে কোনো সময় মৃত্যু হতে পারে, এমন শঙ্কাও জানিয়েছেন চিকিৎসকরা। এর পরও অবিচল ছিলেন নিজ সিদ্ধান্তে। ইসরাইলের অন্যায়ের বিরুদ্ধে চালিয়ে গেছেন নীরব প্রতিবাদ। গত ডিসেম্বরে আরও অনেক ফিলিস্তিনির মতোই বিনাঅভিযোগে আটক করা হয় খলিল আওয়াদেহকে। ইসরাইল এ বিচারবহির্ভূত ধরপাকড়ের নাম দিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন বা প্রশাসনিক আটকাদেশ। আদালতে না তুলে দিনের পর দিন কারাগারে আটকে রাখা হয় এমন বন্দিদের। বিভিন্ন কারাগারে এমন ফিলিস্তিনি বন্দির সংখ্যা প্রায় ৭০০। যার প্রতিবাদ জানাতেই গত মার্চে আরও কয়েকজন বন্দির সঙ্গে অনশন শুরু করেন খলিল। মিডল ইস্ট মনিটর, আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন