শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার ‘বিগ বস’-এ অংশ নিতে যাচ্ছেন নুসরাত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৪ পিএম

টলিউড অভিনেত্রী নুসরাত জাহান মানেই বিতর্ক। আর বিতর্কিত শো বললে প্রথমেই মনে আসে 'বিগ বস'-এর কথা। এবার দুই বিতর্ক এক হতে চলেছে। শোনা যাচ্ছে 'বিগ বস' হাউসে প্রতিযোগী হিসাবে যোগ দিতে চলেছেন অভিনেত্রী নুসরাত জাহান। আপাতত কথাবার্তা চলছে পারিশ্রমিক নিয়ে। একটি ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে কথা বলতে সংবাদমাধ্যমটি নুসরাত জাহানের সঙ্গে যোগাযোগ করলে ‘হ্যাঁ’ বা ‘না’ কোনোটাই বলেননি। তৃণমূলের এই সাংসদ বলেন—‘এ নিয়ে আমি এখন কিছু বলতে চাই না।’

কাজের চেয়ে ব্যক্তিগত কারণে অধিক বিতর্কের মুখে পড়েছেন নুসরাত। মূলত, এর শুরুটা হয় নিখিল জৈনকে বিয়ে করার মধ্য দিয়ে। পরবর্তীতে নায়ক যশের সঙ্গে ‘পরকীয়া’ সম্পর্কে জড়িয়ে তুমুল সমালোচনার জন্ম দেন। আর এই আগুনে ঘি ঢালেন অন্তঃসত্ত্বা হয়ে; কারণ তার সন্তানের বাবা কে তা পুরোপুরি গোপন রাখেন নুসরাত।

তবে সব বিতর্ক উপেক্ষা করে স্বামী যশ ও সন্তান নিয়ে ভালো সময় পার করছেন নুসরাত। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের কাজে মনোযোগ দিয়েছেন এই অভিনেত্রী। এবার ‘বিগ বস’ প্রতিযোগিতায় নাম লেখানোর খবরে আলোচনায় উঠে এলেন এই নায়িকা। অন্যদিকে এই মুহূর্তে যশ দাশগুপ্তও দিব্যা খোসলা কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন নতুন হিন্দি সিনেমাতে।

উল্লেখ্য, বিগ বসের নতুন সিজন সেজে উঠবে অ্যাকোয়া স্টাইলে। দিশা পারমার, মোহিত শেহগল, ভিভিয়ান ডি সেনা, কনিকা মান, শায়শা শিন্ডে, অঞ্জলি অরোরার মতো তারকাদের দেখা যাবে এই সিজনে। ইতোমধ্যেই এই তারকাদের সঙ্গে বিগ বস নির্মাতারা নাকি কথাও বলে নিয়েছেন। এবারের সিজনের জন্য নাকি রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন