শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আরও একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল থেকে। এদিন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের কোর্টে গড়াবে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ১৩ দেশের শাটলাররা অংশ নেবেন। আসরে অংশ নিতে সবার আগে গতকাল ঢাকায় এসেছে ভিয়েতনাম। বাকিরা আজ আসবে। আন্তর্জাতিক এ আসরে অংশগ্রহণকারী দেশগুলো হলোÑ ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইডেন, সিরিয়া, ভিয়েতনাম ও স্বাগতিক বাংলাদেশ। মোট ১০৪ শাটলার খেলবেন এ আসরে। এদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ৩৯ জন মহিলা শাটলার রয়েছেন। স্বাগতিক বাংলাদেশের ১৫ জন পুরুষ ও আটজন মহিলা শাটলার লড়বেন। আগামীকাল প্রধান অতিথি হিসেবে ১৭ হাজার পাঁচশ’ ডলার প্রাইজমানির এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এ সময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি এবং ইনকনট্রেড লিমিটেডের চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি উপস্থিত থাকবেন। পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইউনেক্স ও সানরাইজ। ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা দিচ্ছে ১০ লাখ টাকা। এছাড়া কো-স্পন্সর হিসেবে ইনকনট্রেড লিমিটেড এবং বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড। গতকাল দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাডমিন্টন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম আজিজ জিলানী। এ সময় ফেডারেশনের সভাপতি আবদুল মালেক এবং সহ-সভাপতি আমির হোসেন বাহার উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন