শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সেন্টার ফর এশিয়ান থিয়েটারের নতুন নাটক এ টেম্পেস্ট

প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সেন্টার ফর এশিয়ান থিয়েটার (সিএটি) মঞ্চে আনছে মার্টিনিকান তাত্তি¡ক, কবি, নাট্যকার এবং নেগ্রিট্যুড আন্দোলনের অন্যতম পথিকৃৎ এমে সেজায়ার-এর নাটক ‘এ টেম্পেস্ট’। নাটকটি উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য টেম্পেস্ট’ অবলম্বনে রচিত। নাটকটির বাংলা ভাষ্য রচনা করেছেন রায়হান আখতার এবং পরিকল্পনা ও নির্দেশনায় আছেন আন্তর্জাতিক নাট্যনির্দেশক কামালউদ্দিন নীলু। সিএটি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী করবে এ বছরের নভেম্বরে। মুক্তির আকাক্সক্ষা চিরন্তন। আর সেই মুক্তির আকাক্সক্ষাকে উচ্চে তুলে ধরার মাধ্যমে এক মহাকাব্যিক অভিব্যক্তি রচনা করে এই নাটকটি। বিশ্বজুড়ে চলা আগ্রাসন ও জাতিবিদ্বেষকেও প্রশ্নবিদ্ধ করে নাটকটি। এই ধারাবাহিকতায় ঔপনিবেশিক ক্ষমতা কাঠামোর স্বরূপ উন্মোচিত হয় একটু একটু করে। উপনিবেশ ভেঙে পড়ে। ঔপনিবেশিকতা শেষ হয়। কিন্তু ঔপনিবেশিক শক্তি বেঁচে থাকে, আরেকটি রূপে আরেকটি মাধ্যমে। উত্থান ঘটে নব্য উপনিবেশবাদের। যারা উপনিবেশ স্থাপন করে তারা বাস করতে পারে না অন্য কোথাও। তারা আসলে উপনিবেশের পুরনো নেশায় আসক্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন