শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটি গঠিত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাসব্যাপী চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত ‘নিরাপদ সড়ক চাই’ নানা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। দিবসটি পালন ও মাসব্যাপী কর্মসূচি সফল করতে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় কমিটির সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন কমিটি গঠন করা হয়েছে। উদযাপন কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন যুগ্ম মহাসচিব লিটন এরশাদ। সভায় আহবায়ক লিটন এরশাদ ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন। কমিটির যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন যুগ্ম মহাসচিব লায়ন গণি মিয়া বাবুল ও সহ-সাংগঠনিক স¤পাদক আবদুর রহমান। নিসচা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব সাদেক হোসেন বাবুল পদাধিকার বলে কমিটির সদস্য এবং সর্বময় দিকনির্দেশনা প্রদান করবেন। উদযাপন কমিটির আহবায়ক লিটন এরশাদ এবং কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য রোটা: মোঃ রোকনুজ্জামান রোকনকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে গৃহীত কর্মসূচী বাস্তবায়নে বিশেষ দায়িত্ব প্রদান করেন। সভায় অক্টোবর মাস জুড়ে কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের কর্মসূচি ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন