শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নগদ-এর মডেল হলেন ডিপজল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল সাধারণত চলচ্চিত্রের বাইরে অন্যকোনো মিডিয়ায় কাজ করেন না। তবে মাঝে মাঝে ঈদের বিশেষ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। আবার অনেক তারকা বিজ্ঞাপনে মডেল হলেও তিনি এ থেকে দূরে ছিলেন। তবে গত রবিবার একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। বিজ্ঞাপনটি হচ্ছে, মোবাইল ব্যাংকিং ‘নগদ’-এর। মোস্তফা সরয়ার ফারুকী ‘নগদ’-এর বিজ্ঞাপনগুলো নির্মাণ করে থাকেন। এসব বিজ্ঞাপনে ওমর সানি, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী মডেল হয়েছেন। এ ধারাবাহিকতায় এবার তিনি ডিপজলকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করেছেন। এ ব্যাপারে ডিপজলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ফিল্মের মানুষ। রক্তে ফিল্ম মিশে আছে। এর বাইরে অন্যকিছু চিন্তা করি না। মোস্তফা সরয়ার ফারুকী যখন বিজ্ঞাপনটির থিম নিয়ে কথা বলে, তখন তা পছন্দ হওয়ায় রাজী হয়েছি। তিনি ভালো কাজ করেন। গত রোববার তেজগাঁওয়ের বিজি প্রেসসহ বিভিন্ন এলাকায় শুটিং করেছি। ডিপজল বলেন, বিজ্ঞাপনটির থিম আমাকে নিয়ে। এলাকার প্রভাবশালীর চরিত্র। সবকিছু মিলিয়ে বিজ্ঞাপনটি ভালো হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে, ভালো পণ্যের মডেল হতে আপত্তি নাই। এমন পণ্যের বিজ্ঞাপনে মডেল হব না, যা মানসম্মত নয়। কারণ, দর্শক ডিপজলকে দেখেই পণ্যটির প্রতি আগ্রহী হয়ে উঠবে। এখন আমি যদি এমন পণ্যের মডেল হই, যার মান ভালো নয়, তাহলে আমার বদনাম হবে। দর্শকও বিভ্রান্ত হবে। মডেল হলে ভালো পণ্য ছাড়া হবো না। শুধু ভালো পণ্য হলেই হবে না, এর বিজ্ঞাপনের নির্মাতাও ভালো হতে হবে যাতে পণ্যটির প্রসারে ভূমিকা রাখে। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ডিপজল ন্যাচারাল অ্যাক্টিং করেছেন। আমরা তার সঙ্গে কাজটি করে মজা পেয়েছি। উল্লেখ্য, নগদ-এর বিজ্ঞাপনে ডিপজলের সাথে সহমডেল ছিলেন ছোটপর্দার অভিনেতা মিশু সাব্বির।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন