শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

‘মাঠে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, বাইরে আমরা বন্ধু’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও দু’দেশের ক্রিকেটারদের বন্ধুত্ব একই রকম রয়েছে। ম্যাচের পর বিরাট কোহলি যেভাবে বিপক্ষ অধিনায়ক বাবর আজমের প্রশংসা করেছেন, তাতেই আরো একবার সেটা স্পষ্ট। কোহলি জানিয়েছেন, নতুন কিছু শেখার আগ্রহের ব্যাপারে বাবরের সঙ্গে কারো তুলনাই হয় না। এশিয়া কাপে ছন্দে নেই বাবর। তিনটি ম্যাচ খেলে ফেললেও তার ব্যাট থেকে বড় রান পাওয়া যায়নি। তা সত্ত্বেও কোহলির মতে, বাবর ছন্দেই রয়েছেন। ভারতের প্রাক্তন অধিনায়কের কথায়, ‘বাবর খুব ভাল ছেলে। ওর সঙ্গে কথাবার্তা হলে খুব ভাল লাগে। কতটা ঘনিষ্ঠ আমাদের বন্ধুত্ব, সেটা নিয়ে বিস্তারিত বলতে চাই না। কিন্তু একে অপরকে সমীহ করি। বরাবর করতাম। ও সব সময় শেখার জন্য মুখিয়ে থাকে। ২০১৯ বিশ্বকাপে দু’দেশের ম্যাচের পর আমার সঙ্গে কথা বলেছিল। তখন থেকেই জানি নতুন কিছু শিখতে ও কতটা উদগ্রীব থাকে। কী ভাবে ও তিনটি ফরম্যাটেই সমান তালে খেলে চলেছে সেটা এর থেকেই বোঝা যায়’।
দু’দেশের ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক কেমন, সেটা নিয়েও মুখ খুলেছেন কোহলি। জানিয়েছেন, খুব সহজেই ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে মিশে যেতে পারেন। কোহলির কথায়, ‘ওদের সঙ্গে দেখা হলে খুব ভাল লাগে। ওরাও একই কথা বলে। দু’দলই একে অপরকে সমীহ করে। গত বছরের ম্যাচের কথা খেয়াল করে দেখুন। তা হলে আরো ভাল বুঝতে পারবেন। মাঠে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, মাঠের বাইরে আমরা বন্ধু’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন