শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাপানিদের ভিসামুক্ত ভ্রমণ বাতিল করল রাশিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১১:২৮ এএম

১৯৯৯ সালের যৌথ চুক্তি অনুযায়ী রাশিয়া-জাপানের মধ্যবর্তী প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে ভিসা ছাড়ায় ভ্রমণের সুবিধা পেতেন জাপানি নাগরিকেরা। তবে এখন থেকে রাশিয়ার অধীনস্থ দ্বীপগুলোতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন না জাপানিরা, সোমবার এক প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে রাশিয়া।
এ ব্যাপারে টোকিওর সাথে আলোচনা করে চারটি বিতর্কিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে জাপানি নাগরিকদের ভ্রমণের সুবিধা বাতিল করেছে রাশিয়া।
১৯৯৯ সালের চুক্তি অনুযায়ী রাশিয়ার দক্ষিণ কুরিল এবং জাপানের উত্তর অঞ্চল হিসাবে পরিচিত দ্বীপগুলির প্রাক্তন বাসিন্দা ও তাদের পরিবারের সদস্যরা ভিসা ছাড়াই রাশিয়া নিয়ন্ত্রিত দ্বীপগুলিতে ভ্রমণ সুবিধা পেত।
তবে ইউক্রেন পরিস্থিতি নিয়ে জাপানের রুশ বিরোধী মনোভাবের কারণে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
sirazulislam ৯ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৯ এএম says : 0
রাশিয়া অত্যন্ত ভালো কাজ করছে
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন