শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ বিধিতে বৈপরিত্যের বিরুদ্ধে হাইকোর্টের রুল

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৬ পিএম

কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ বিধিতে বৈপরিত্যের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট।

এই রুলে সদ্য বিদায়ী চেয়ারম্যানকে দুইবছর এবং বর্তমান নিয়োগ পাওয়া চেয়ারম্যান কে তিনবছর মেয়াদ দেওয়াটা কেন আইনের ব্যত্যয় হবেনা মর্মে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার ককসবাজার নাগরিক ফোরাম ও আমরা ককসবাজারবাসীর পক্ষে আইনজীবি অজিয়া আক্তার মালাটি দায়ের করেন।

জনস্বার্থের এই মামলায় বিচারপতি খিজির আহমদ চৌধুরী এবং বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশ কালীন দ্বৈত ব্যঞ্চ এই রুলনিশি জারী করেন।

এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব,গণপূর্ত সচিব,আইন সচিব ও কক্সবাজারের নব নিযুক্ত চেয়ারম্যানকে চার সপ্তার মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য সম্প্রতি দুই বছর করে তিন মেয়াদে ৬ বছর দায়িত্ব পালন শেষে লে. কর্ণেল ফোরকান আহমদ বিদায় নেন। যদিও কউক বিধিতে তিন বছর ময়াদের কথা থাকলেও তাঁকে নিয়োগ দেয়া হয়েছিল দুই বছর করে তিন মেয়াদে।

সম্প্রতি কমডোর নুরুল আবছারকে কউক চেয়ারম্যান নিয়োগ দেয়ার সময় শুরুতেই তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়।
সংক্ষুব্ধদের মতে এতে বিধি লঙ্ঘনের প্রশ্নটি উঠে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন