প্রশ্নের বিবরণ : শরীরে যদি ফরেন অবজেক্ট যেমন পেসমেকার বা দাঁতে মেটাল ক্যাপ থাকে তাহলে মৃত্যুর পর কি এগুলো খুলে ফেলতে হবে নাকি অবজেক্টসহই কবর দেয়া যাবে?
উত্তর : কোনোরূপ কাটাছেড়া বা অস্ত্রপচার ছাড়া রাখা গেলে আলাদা জিনিষ রেখে দেওয়াই নিয়ম। যেমন, চশমা, ঘড়ি, আংটি। যদি রাখা কঠিন হয়, তাহলে না রাখলেও চলে। অস্ত্রপচার প্রয়োজন হলে, রাখা যাবে না। যেমন, পেসমেকার, হাড়ের জয়েন্ট বা হাড়ে লাগানো স্টিলের পাত, প্লাষ্টিক সার্জারি করা স্কিন বা কোনো অঙ্গ। এসব খুলে রাখার কোনো প্রয়োজন নেই। রুট ক্যানেল করা দাঁতও এর মধ্যে শামিল। ফিক্সড হয়ে যাওয়ায় এসব শরীরের অঙ্গ রূপে গণ্য হয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন