শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিয়ে আমার কাছে ভয়ের বিষয়-ববি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ২০১০ সালে অনন্ত জলিলের ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন। অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকগ্রহণযোগ্যতা অর্জন করেন। বর্তমান সময়ে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘লাইফ ইজ বিউটিফুল’ নামে একটি সিনেমায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির মহরতও হয়েছে। এ সময় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিয়ে নিয়েও কথা বলেন। ববি বরেন, বিয়ে আমার কাছে ভয়ের বিষয়। মৃত্যুর পর যদি কোনো কিছু ভয় লাগে সেটা হচ্ছে বিয়ে। আরেকটা বিষয় হচ্ছে, আমার বাবার মতো আদর্শ কাউকে এখনও পাইনি। এজন্য বিয়ে করা হচ্ছে না। বিয়ে হলে সারাজীবন একসঙ্গে থাকতে হবে। এটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। এজন্য এখনও বিয়ে করা হয়নি। ববি বলেন, অনেকেই প্রশ্ন করেন, সব নায়িকা বিয়ে করছে আপনি কেন করছেন না? এর জবাবে বলতে হচ্ছে, কারো সঙ্গে ভালো বন্ধুত্ব থাকতে পারে, মানসিকভাবে মিল থাকতে পারে, তবে ভয়টা লাগে ওখানেই যদি বিয়ে করে ওসব আর না থাকে, তাহলে তো বিচ্ছেদে যেতে হবে। এসব ভেবে বিয়ের ব্যাপারে আগ্রহ কম কাজ করে। এখন একটা স¤পর্কে আছি, আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব, মিলও অনেক। কিন্তু ওই যে আমার বাবার মতো ভালোবাসার মানুষটা এখনও পাইনি। আর যদি পেয়ে যাই তাহলে বিয়ে করব। ধুমধাম করে বিয়ে করব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন