শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্র:- ইমামের সালাম ফিরানোর আগেই (তাশাহ্হুদ-পরিমাণ বসার পর) মাসবূক যদি দাঁড়িয়ে যায় এরপর দেখে যে, সিজদায়ে তিলাওয়াত বা সিজদায়ে সলবী (নামাযের বাদ পড়ে যাওয়া কোন দ্বিতীয় সিজদাহ) ইমামের দায়িত্বে রয়েছে তাহলে সে কী করবে?
উ:- সে যদি ইতিমধ্যে তার নামাযের কোন সিজদাহ না করে থাকে, তাহলে ফিরে এসে ইমামের সংগে সাহু সিজদায় শামিল হবে। আর যদি নিজের নামাযের কোন সিজদাহ আদায় করে ফেলে থাকে তাহলে ফিরে আসুক আর না আসুক তার নামায ফাসিদ হয়ে যাবে। পুনরায় আদায় করতে হবে। (আলমগীরী)
প্র:- ইমামের সালাম ফিরানোর পর নিজের অবশিষ্ট নামায আদায়ের জন্যে মাসবূকের কখন দাঁড়ানো উচিত?
উ:- ইমাম উভয় দিকে সালাম ফিরানোর পর যখন এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে যে, ইমামের দায়িত্বে কোন সিজদাহ অবশিষ্ট নেই, তখন মাসবূক দাঁড়িয়ে তার নিজের নামায আদায় করবে। (আলমগীরী)
প্র:- মাসবূক তাশাহ্হুদ পড়ার পর ইমামের সালাম ফিরানোর পূর্ব পর্যন্ত কী করবে?    
উ:- তাশাহ্হুদ খুব ধীরে ধীরে পড়বে, যাতে ইমামের দোয়া-দরূদ শেষ হয়ে যায়। এরপরও সময় থাকলে শুধু তাশাহ্হুদ পড়তে থাকবে। অথবা চুপ করেও থাকা যায়। (আলমগীরী)
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আশিক ৬ ডিসেম্বর, ২০১৬, ৯:০৩ এএম says : 0
ছবি তোলার ব্যাপারে (হোক সে নিজের বা অপরের) ইসলামের নিয়ম কি? অনুগ্রহ করে reference সহ উল্লেখ করুন।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন