শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

লাইফস্টাইল নিয়ে ক্যামেরন ডিয়াজের আরেকটি বই

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

২০১৩ সালে ‘দ্য বডি বুক’ নামে একটি বই প্রকাশের পর অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ আরও একটি বই প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছেন।
নিজের ইনস্টাগ্রামে মলাটের ছবি শেয়ার করে ৪৩ বছর বয়সী অভিনেত্রীটি ‘দ্য লনজেভিটি বুক’ নামের এই বইটি সম্পর্কে পাঠক ও তার ভক্তদের একটি ধারণা দেয়ার প্রয়াস পেয়েছেন।
এই বইয়ের প্রচ্ছদে স্থান পেয়েছে ক্যামেরনের মেকআপ ছাড়া একটি ছবি। জানা গেছে তার এই নতুন বইটিতে মানুষের দীর্ঘায়ু, অন্তর্নিহিত শক্তির বিজ্ঞান এবং সময়কে কাজে লাগানোর নারীদের আরও আত্মবিশ্বাস অর্জনের উপায় বর্ণনা করা হয়েছে।
“আমি এতোটাই পুলকিত যে নিজেকে ধরে রাখতে পারছি না। আমি আমাকে দেখার পর ‘দ্য লনজেভিটি বুক’ বইটির প্রচ্ছদ আপনাদের সঙ্গে ভাগাভাগি করছি। আমি এই বইটি নিয়ে খুব গর্বিত এবং বয়স বাড়ার প্রক্রিয়া শক্তি, যতœ, স্বাস্থ্য আর বিচক্ষণতা দিয়ে মোকাবেলা করা যা এসব নিয়ে সবার সঙ্গে আলোচনার শুরুর জন্য অপেক্ষায় আছি,” ডিয়াজ ছবির ক্যাপশনে লিখেছেন।
‘দ্য লনজেভিটি বুক’ বইটি এপ্রিলে প্রকাশিত হবে।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন