শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কানাডায় ছুরি হামলার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৪ এএম

কানাডার সাসকাচুয়ান প্রদেশে ছুরি হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করার ঘটনায় সন্দেভাজন এক ব্যক্তি পুলিশের হাতে ধরা পড়ার পর হাসপাতালে মারা গেছেন বলে কানাডীয় পুলিশ জানিয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, বুধবার বিকেলে সাসকাচুয়ান প্রদেশেরই রসটার্ন শহরে গাড়ি নিয়ে ধাওয়া করে মাইলস স্যান্ডারসনকে ( ৩২) গ্রেপ্তার করা হয়।
ঘটনাস্থল থেকে ফুটেজে দেখা যাচ্ছে, একটি সাদা এসইউভি রাস্তা থেকে ছুটে যাচ্ছে এবং রোস্টারন শহরের কাছে পুলিশ ক্রুজারগুলো ঘিরে রেখেছে।
সহকারী পুলিশ কমিশনার রন্ডা ব্ল্যাকমোর বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, স্যান্ডারসন এক বাড়ির বাইরে থেকে একটি গাড়ি চুরি করেছেন বলে খবর পেয়েছিলেন তারা। ওই গাড়ি নিয়ে ঘণ্টায় দেড়শ কিলোমিটার গতি তুলে পালানোর চেষ্টা করছিলেন স্যান্ডারসন।
পুলিশ তখন ধাওয়া করে রসটার্ন শহরের কাছে তাকে ধরে ফেলে এবং সেই এসইউভির ভেতরে একটি ছুরি পাওয়া যায়।
‘গ্রেপ্তারের পরপরই স্যান্ডারসন অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।’ সূত্র : বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন