শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চুয়েটে আন্তর্জাতিক সম্মেলন কমিটির সভা

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আগামী ২১-২৩ ডিসেম্বর পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক তৃতীয় আর্ন্তজাতিক সম্মেলন। এ উপলক্ষে গতকাল সোমবার চুয়েট সম্মেলনকক্ষে এক সভা চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শীর্ষস্থানীয় বিজ্ঞানী, গবেষক ও নীতি নির্ধারকগণ অংশ নেবেন। এতে মূল নিবন্ধ উপস্থাপন করবেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মুম্বাই-এর অধ্যাপক ড. দীপঙ্কর চৌধুরী, থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ওয়াটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুকন্দ সিং বাবেল। চুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ইতোপূর্বে উপরোক্ত বিষয়ে ২০১২ ও ২০১৪ সালে দু’টি আর্ন্তজাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন