লিজ ট্রাস যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে
বিএনপি। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভী বলেন, লিজ ট্রাস যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে বাংলাদেশের জনগণ ও জাতীয়তাবাদী দল-
বিএনপি’র পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন।
রুহুল কবির রিজভী বলেন, অভিনন্দন বার্তায় তারেক রহমান বলেন, ১০ নং ডাউনিং স্ট্রীটের বাহিরে উদ্বোধনী বক্তৃতায় গণতন্ত্র ও স্বাধীনতার আদর্শে বিশ্বাসীদের নবনির্বাচিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা, নাগরিক স্বাধীনতা, মানবাধিকার তথা গণতন্ত্রের অগ্রগতিতে অসামান্য অবদান রাখবেন।
মন্তব্য করুন