শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

বিশাল আর্থিক সাহায্য দরকার : গুতেরেস

বন্যায় পাকিস্তানের ক্ষতি ৩০ বিলিয়ন ডলারের বেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

পাকিস্তানে বন্যায় ক্ষয়ক্ষতি তিন হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এর আঘাতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় অর্ধেক কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় বিশ্ব সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর ব্লুমবার্গের। দুইদিনের সফরে বর্তমানে পাকিস্তানে রয়েছেন জাতিসংঘ প্রধান। সেখানে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এই সংকট মোকাবিলায় পাকিস্তানের বিশাল অর্থনৈতিক সাহায্য দরকার। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, পাকিস্তানের চলমান ভয়াবহ বন্যায় তিন হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে। মৌসুমী বৃষ্টি থেকে সৃষ্ট ভয়াবহ বন্যায় যখন পাকিস্তান দুর্বিষহ সংকটের মুখে পড়েছে তখন দেশটির কোটি কোটি মানুষের জন্য সাহায্য সংগ্রহের লক্ষ্য নিয়ে তিনি পাকিস্তান সফর করছেন। এ পর্যন্ত পাকিস্তানের বন্যায় প্রায় ১,৪০০ মানুষ মারা গেছে এবং দেশটির এক-তৃতীয়াংশ পানিতে তলিয়ে গেছে যা প্রায় ব্রিটেনের সমান। চলমান বন্যায় বিপুল পরিমাণে শস্য-ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, লাখ লাখ ঘরবাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান রাস্তায় এবং সেতু ধ্বংস হয়েছে। জাতিসংঘ মহাসচিব রাজধানী ইসলামবাদা এক সংবাদ সম্মেলনে বলেন, আবহাওয়া পরিবর্তনের শিকার পাকিস্তানের দিকে সম্মিলিতভাবে মনোযোগ দেয়া হচ্ছে না; এটি উন্মাদনা এবং সম্মিলিতভাবে আত্মহত্যা করার শামিল। এ ক্ষেত্রে বিশেষভাবে শিল্প-উন্নত দেশগুলোর দায়িত্ব অনেক বেশি। সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব পাকিস্তানের বন্যা এবং সামগ্রিক ক্ষয়ক্ষতির একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরিত হয় তার জন্য পাকিস্তানের দায় শতকরা এক ভাগেরও কম কিন্তু আবহাওয়া পরিবর্তনের কারণে যে সব দেশ বেশি ক্ষতিগ্রস্ত তার তালিকার ৮ নম্বর রয়েছে পাকিস্তান। পাকিস্তান সফরে জাতিসংঘ মহাসচিবের বেশ কিছু এলাকা ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন