বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

গুড নেইবারস বাংলাদেশের গুড ড্যাডি ক্যাম্পেইন কার্যক্রম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কন্যা সন্তানদের শিক্ষা নিশ্চিত এ বাবাদের ভূমিকা অনস্বীকার্য। গুড নেইবারস বাংলাদেশ এর গুলশান প্রজেক্ট বাবাদের সমাজে ভূমিকা এবং তাদের উজ্জবীত করতে ‘গুড ড্যাডি ক্যাম্পেইন’ এর আয়োজন করে। গতকাল গুলশান প্রজেক্ট ম্যানেজার মো. আরিফ হোসেন এর সভাপতিত্বে এই বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালী, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক রমেন্দ্রনাথ পাল, সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, ভাটারা থানা এস আই মো. সুমন মিয়া, সিডিসি চেয়ারপার্সন মো. কামরুল ইসলাম নয়ন, একাডেমিক কাউন্সিল ভাটারা সভাপতি মিনতি রানী রায়, গুড মনেইবারস স্কুলসহ বিশিষ্ট ব্যাক্তিরা। অনুষ্ঠানে ২০ জন অভিভাবকে গুড ড্যাডি হিসেবে আমন্ত্রন জানানো হয় এবং এদের মধ্যে পবিত্র চন্দ্র দাস কে গুড ড্যাডি হিসেবে উত্তরীয়সহ পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই বাল্য বিবাহ কে লাল কার্ড প্রদর্শন করেন। গুড নেইবারস বাংলাদেশ এর গুলশান প্রজেক্ট ম্যানেজার মো. আরিফ হোসেন বলেন, এসডিজি এর লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি গুড নেইবারস বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন