শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গে প্রাইড প্যারেডের বিরুদ্ধে বিক্ষোভ বেলগ্রেডে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে পরিকল্পিত একটি গে প্রাইড প্যারেডের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবারের এই বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার ধর্মীয় ও ডানপন্থী কর্মী। এতে অংশগ্রহণকারীরা কর্তৃপক্ষের কাছে আগামী সপ্তাহান্তে যে গে প্রাইড প্যারেডের পরিকল্পনা করা হয়েছে সেটি নিষিদ্ধের দাবি জানিয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। বিক্ষোভকারীরা সার্বিয়ার একটি বিশাল পতাকা বহন করছিল। এ সময় অনেকে জাতীয়তাবাদী ও ডানপন্থি বিভিন্ন স্লােগান দেয়। সার্বিয়ার দীর্ঘ দিনের মিত্র রাশিয়ার পক্ষেও স্লােগান দেয় অনেকে। সার্বিয়ান অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক পোরফিরিজে বলেছেন, ইউরোপ্রাইড নামের ওই গে প্রাইড প্যারেড ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধকে হুমকির মুখে ফেলেছে। সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘তারা বিয়ে ও পরিবারের পবিত্রতাকে অপমান করতে চায় এবং বিয়ের বিকল্প হিসাবে একটি অপ্রাকৃতিক মিলন চাপিয়ে দিতে চায়।’ সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক শনিবার বলেছেন, পরিকল্পিত ওই প্যারেডের বিরুদ্ধে হুমকি এসেছে এবং এটি বন্ধ করা উচিত কিনা সেটি পুলিশের উপর নির্ভর করে। এলজিবিটি এবং অধিকার গোষ্ঠীগুলো বলছে, কর্তৃপক্ষ এটি বন্ধ করে দিলেও তারা আগামী শনিবার মার্চ করবে। সার্বিয়ায় সমকামী যৌনতা বৈধ, কিন্তু সমকামী বিবাহ অনুমোদিত নয়। অ্যাক্টিভিস্টরা বলছেন, দেশটিতে এলজিবিটি লোকজনকে শত্রুতা ও বৈষম্যের মুখে পড়তে হয়। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন