শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

অবিরাম বৃষ্টি ঝরছে, রাজধানীতে দুর্ভোগ পথে পথে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৫ এএম

গরমে হাঁসফাঁস রাজধানীবাসীর জন্য স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি। রাত থেকে অভিমানী হওয়া ঢাকার আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসে ভোররাতে, যা এখনো অব্যাহত আছে। বৃষ্টির এমন ধারা দিনভর থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দীর্ঘদিন ধরেই বৃষ্টির দেখা নেই দেশে। এই সময়ে সারাদেশ পুড়েছে তপ্ত রোদে। তীব্র খরায় ফেঁটে চৌচির হয়ে যায় ফসলের মাঠ। বৃষ্টি পেতে দেশের বিভিন্ন স্থানে নামাজও আদায় করা হয়। এমন উত্তাপের মধ্যে মাঝে দুএক জায়গায় বৃষ্টিতে খানিকক্ষণের জন্য মানুষ ভিজলেও তাতে মন ভরেনি এতটুকু। শীতল হয়নি পরিবেশও।

অবশেষে সাগরে লঘুচাপের কারণে দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিলেছে। গতরাত থেকে ঢাকার কোনো কোনো এলাকায় খানিকটা ঝুম বৃষ্টি হলেও ভারী বৃষ্টিতে পরিণত হওয়ার আগেই তা থেমে যায়। ফলে দীর্ঘদিন ধরে রোদে পুড়ে ক্লান্তশ্রান্ত মানুষের মন শীতল হয়ে যায়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর, বাড্ডা, হাতিরঝিল, মতিঝিল, যাত্রাবাড়ী এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। বৃষ্টিতে বিপাকে পড়েছেন পথচারীরা। বাসা থেকে যারা ছাতা নিয়ে বেরিয়েছেন তারা কিছুটা রক্ষা পেলেও অনেককে ভিজতে হয়েছে। সড়কে পর্যাপ্ত রিকশা না থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

এদিকে লঘুচাপের প্রভাবে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। আরও দুই-একদিন বৃষ্টির এই ধারা চলার পর তা কমতে পারে।

আবহাওয়া অফিসের সর্বশেষ খবরে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি স্থলভাগের ওপর দিয়ে আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এদিকে লঘুচাপের প্রভাবে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। আরও দুই-একদিন বৃষ্টির এই ধারা চলার পর তা কমতে পারে।

আবহাওয়া অফিসের সর্বশেষ খবরে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি স্থলভাগের ওপর দিয়ে আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন