শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নিয়ম মেনে চলা উচিত: ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৫ পিএম

আন্তর্জাতিক নিয়ম মেনে চলা এবং একটি নির্ভরশীল সদস্য হিসেবে প্রমাণ করলেই যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমস্যা-বিষয়ক সার্বিক চুক্তিতে ফিরে আসতে পারবে।

গতকাল (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ-কথা বলেছেন। তিনি এদিন নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমস্যা-বিষয়ক সার্বিক চুক্তি থেকে সরে এসেছে এবং ইরানের বিরুদ্ধে অবৈধ ও একতরফা শাস্তি দিয়েছে।

তিনি যোগ করেন, এতে ইরান সরকার ও জনগণের বিরাট ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের উচিত গঠনমূলক মনোভাব নিয়ে চুক্তি পুনরুদ্ধারের চেষ্টা করা।

তিনি আরও বলেন, ইইউ এর আগে ২০১৫ সালের ইরানের পরমাণু সমস্যায় সার্বিক চুক্তির ‘চূড়ান্ত ফাইলে’ সর্বশেষ সাড়া দিয়েছে ইরান। এখন যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষা করছে। ইরান চুক্তির বাস্তবায়নের জন্য বাধাগ্রস্ত কোনো নতুন দাবি জানায় নি। সূত্র: রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন