শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ব্রিটেনে বিক্ষোভকারীদের গ্রেফতার মুক্তচিন্তার স্বাধীনতা নিয়ে উদ্বেগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বিক্ষোভকারীদের যেভাবে গ্রেফতার করা হয়েছে, তাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন মুক্তচিন্তার পক্ষে আন্দোলনকারীরা। স্কটল্যান্ডের পুলিশ সা¤প্রতিক দিনগুলোতে দুজনকে গ্রেফতার করে। অক্সফোর্ডেও একজনকে গ্রেফতার করা হয়, কিন্তু তারপর আবার তাকে ছেড়ে দেয়া হয়। এসব গ্রেফতারের ঘটনা ঘটেছিল রানীর মৃত্যুর পরের বিভিন্ন অনুষ্ঠানে এবং রাজা তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণার সময়। তবে লন্ডনে যখন রানীকে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা অবস্থায় দেখার জন্য মানুষ লাইন দিতে শুরু করেছে, তখন মেট্রোপলিটন পুলিশ বলেছে, জনগণের ‘প্রতিবাদ করার অধিকার আছে।’ এডিনবরার সেন্ট জাইলস ক্যাথেড্রালে যখন রাজাকে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আসীন বলে ঘোষণা করা হচ্ছিল, তখন সেখানে ২২ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে শান্তি ভঙ্গ করার অভিযোগ আনা হয়। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে এবং এডিনবরার শেরিফ কোর্টে পরের কোনো এক তারিখে তাকে হাজিরা দিতে হবে। ওই একই দিনে অক্সফোর্ডে সাইমন হিল নামে ৪৫ বছরের এক ব্যক্তিকেও জন-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়। অক্সফোর্ডে যখন রাজার সিংহাসনে আরোহণের ঘোষণা দেয়া হচ্ছিল, তখন তিনি এই বলে চিৎকার করেছিলেন যে, ‘তাকে কে নির্বাচিত করেছে।’ টেমস ভ্যালি পুলিশ বলেছে, পরে তাকে ছেড়ে দেয়া হয়েছিল এবং তিনি পুলিশ অফিসারদের সাথে ‘স্বেচ্ছায়’ সহযোগিতা করেছেন। সোমবার আরেক ঘটনায় এডিনবরার রয়্যাল মাইলে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় শান্তি ভঙ্গের অভিযোগে। ওই রাস্তা দিয়ে যখন রানীর কফিন নিয়ে রাজকীয় শোক মিছিল যাচ্ছিল, তখন রানীর দ্বিতীয় ছেলে প্রিন্স এন্ড্রুকে তিনি হেনস্থা করেন বলে অভিযোগ করা হচ্ছে। ‘ইনডেক্স ফর সেন্সরশিপ’ বলে একটি সংস্থার প্রধান নির্বাহী রুথ স্মিথ বলেন, ‘এসব গ্রেফতারের ঘটনা খুবই উদ্বেগজনক।’ তিনি বলেন, ‘এদেশের মানুষ মতপ্রকাশের যে স্বাধীনতা ভোগ করে, এসব অনুষ্ঠানকে অজুহাত হিসেবে দেখিয়ে যেন তাক্ষুণ্ণ করা না হয়, সেটার বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।’ ‘বিগ ব্রাদার ওয়াচ’ নামে আরেকটি অধিকার সংস্থার প্রধান সিলকি কারলো বলেন, ‘মানুষ যাতে শোক প্রকাশ করতে পারে, শ্রদ্ধা নিবেদন করতে পারে, তাতে সহায়তা করা যেমন পুলিশের কর্তব্য, তেমনি মানুষের প্রতিবাদ করার অধিকার রক্ষাও পুলিশের দায়িত্ব।’ যেসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেছেন, ‘ব্যাপক অর্থে বলতে গেলে, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য, বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য এটি জাতীয় শোক প্রকাশের সময়। কিন্তু প্রতিবাদ করার যে মৌলিক অধিকার, তা এখনো আমাদের গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবেই আছে।’ বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন