বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শেষ হতে চলেছে কোভিড মহামারি?

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১:৫৪ পিএম

প্রায় আড়াই বছর পরে কোভিড মহামারি থেকে মুক্তি পেতে চলেছে পৃথিবী! বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র প্রধান টেড্রস অ্যাডানম ঘেব্রিয়েসাস জানিয়েছেন, গোটা বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ নাটকীয় ভাবে কমে গিয়েছে। তার কথায়, ‘করোনার শেষ দেখা যাচ্ছে।’

গত এক সপ্তাহে সবচেয়ে কম সংখ্যক মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন। ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম এত কম সাপ্তাহিক সংক্রমণ। যদিও আমেরিকা ও ব্রিটেনে বিএ.৪.৬ নামে ওমিক্রনের একটি উপপ্রজাতি ছড়াচ্ছে বলে ওই দুই দেশের সরকারি সূত্রে জানা গিয়েছে। কিন্তু তাতেও ভয়ের কিছু দেখছে না ডব্লিউএইচও। বরং মহামারির শেষ দেখতে পাচ্ছে তারা। তবে অ্যাডানম জানিয়েছেন, এখনই শিথিলতা দেখানো উচিত নয়। তার কথায়, ‘ম্যারাথন প্রতিযোগিতায় ফিনিশিং লাইনের কাছে এসে দৌড় থামিয়ে দেয়া কখনওই উচিত নয়।’

২০১৯ সালের শেষ পর্বে চীনে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। তার পর থেকে মহামারিতে ভুগছে গোটা পৃথিবী। ৬১ কোটির উপরে সংক্রমণ। প্রাণ গিয়েছে ৬৫ লক্ষের বেশি মানুষের। এখনও জানা নেই, কবে শেষ হবে মহামারি। এই পরিস্থিতিতে আশার বার্তা দিয়েছে ডব্লিউএইচও।

প্রসঙ্গত, আমেরিকা-ইউরোপের দেশগুলি আগেই ঘোষণা করেছে, মহামারিকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে। এই যুক্তিতে করোনা-বিধি তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি দেশ। কিন্তু ডব্লিউএইচও বার বারই বলছে, করোনাভাইরাসের আরও ভয়ানক রূপ তৈরি হতে পারে ভবিষ্যতে। ফলে সতর্ক থাকতে হবে। শুধু তা-ই নয়, বিজ্ঞানী ও স্বাস্থ্যকর্তাদের জন্য আরও কঠিন সময় আসতে পারে বলেও আগে একাধিক বার জানিয়েছে ডব্লিউএইচও। কিন্তু অ্যাডানমের বার্তায় এ বার ‘আশার আলো’ দেখা গেল। সূত্র: রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন