গ্যাস সিলিন্ডার ও বিদ্যুৎ শট সার্কিট থেকে নারায়ণগঞ্জের একটি হোটেলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়েছে পাশের একটি ওষুধের দোকানে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার পাশে ফারজানা টাওয়ারের নিচ তলায় এ ঘটনা ঘটে।পরে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিয়নের সদস্য এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
এ সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও নৌ পুলিশের সদস্যরা তাদের সহযোগিতা করেন।হোটেলটি রুহুল আমিন নামের এক ব্যক্তির ছিলো। হোটেল ব্যবসার পাশাপাশি সেখানে চা বিক্রি করতেন বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, ২টি ইউনিট কাজ করে আগুণ নিয়ন্ত্রণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বা বিদ্যুতের শট সার্কিট থেকে আগুণ লেগেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন