শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

করোনায় আক্রান্ত প্রধান নির্বাচন কমিশনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর রাত থেকে তিনি করোনায় আক্রান্ত। এজন্য ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তাদের কর্মপরিকল্পনা বা রোড ম্যাপ ঘোষণা করলেও সেখানে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার একান্ত সচিব রিয়াজউদ্দিন গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে স্যারের জ্বর ছিল। এরপর পরীক্ষা করালে গতকাল রিপোর্ট আসে তিনি কোভিড-১৯ পজিটিভ। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
এদিকে সিইসির অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। ইসির উপ-সচিব শাহ আলমের সই করা অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ