চট্টগ্রাম ব্যুরো : নগরীতে মিজানুর রহমান (৪৫) নামে এক গার্মেন্টস কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) ডবলমুরিং থানার মনসুরাবাদ হাজী মসজিদ এলাকায় একটি নর্দমার পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মিজানুর রহমান সোমবার রাতে মোবাইলে কল পেয়ে বাসা থেকে বেরিয়েছিলেন বলে পরিবারের দাবি। তার গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। নগরীর মুরাদপরে একটি গার্মেন্টে কাজ করতেন তিনি। প্রথম স্ত্রীকে নিয়ে নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনি এলাকার চার নম্বর ভবনে থাকতেন তিনি।
ডবলমুরিং থানার এসআই মো: কামরুজ্জামান বলেন, সোমবার রাত ১০টায় মিজানুর রহমানের মোবাইলে একটি কল আসে বলে আমাদেরকে জানিয়েছেন তার প্রথম স্ত্রী। ফোন পেয়ে তিনি বাসা থেকে বেরিয়ে যান। সকালে হাজী মসজিদ এলাকায় রেলওয়ের ডক ইয়ার্ডের সীমানা দেয়াল সংলগ্ন নালার পাশে একটি লাশ পড়ে আছে জানতে পেরে আমরা সেখানে যাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন