শাবি সংবাদদাতা : ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের বিষয়ে প্রশাসনের অস্পষ্টতা এবং শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, মৈৗন মিছিল এবং সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার দুপুর ১টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মৌন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহŸায়ক তৌহিদ জামাল অমির সভাপতিত্বে এবং কাসিব মুন্নার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জোটের সাবেক আহŸায়ক সারোয়ার তুষার, জাহাঙ্গীর নোমান, রাকিবুল সাজন, আলী নেওয়াজ, মোস্তাফিজ মিল্টন, রাসেল আল মাসুদ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন