গাইবান্ধার সুন্দরগঞ্জে গভীর রাতে অটোভ্যান চুরির উদ্দেশ্যে চালককে মারপিটকালে সৌরভ হাসান শুভ নামে এক চোরকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। গুরুতর আহত অটোভ্যান চালক রুহুল আমিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় দ্রুত বিচার আইনে মামলা রুজু করে আটক সৌরভ হাসান শুভকে আদালতে সোপর্দ করা করেছে থানা পুলিশ। এঘটনা উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাতীবান্ধা গ্রামের চেংটুর ব্রীজ এলাকায় ঘটেছে।
মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক ১২ টার পর অপরিচিত ৩/৪ জন যাত্রী হাতীবান্ধা গ্রামের রুহুল আমিনের অটোভ্যান ভাড়া নিয়ে হাতীবান্ধা মোড় থেকে বামনডাঙ্গা বন্দরের দিকে রওয়ানা দেয়। কিছুক্ষণ পর হাতীবান্ধা চেংটুর ব্রীজ এলাকায় ফাঁকা জায়গায় গেলে যাত্রীরা অটোভ্যান থামাতে বলে। কিন্তু ফাঁকা জায়গায় অটোভ্যান থামার কথা বলায় সন্দেহ হলে চালক রুহুল আমিন চলার গতি আরও বাড়িয়ে যেতেই থাকে। এসময় যাত্রীরা চালককে লোহার রড দিয়ে মারপিট করতে থাকে। জীবন বাঁচার তাগিদে চালক চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে সৌরভ হাসান শুভকে আটক করে পুলিশকে খবর দেয়। এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত চালক রুহুল আমিনকে উদ্ধার করে আটক শুভকে গ্রেফতার করে। আহত রুহুল আমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকাৎসাধীন রয়েছে। এঘটনায় রুহুল আমিনের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে গত শনিবার থানায় একটি মামলা করে। মামলাটি দ্রুত বিচার আইনে রেকর্ড করা হয়। গ্রেফতার আসামি সৌরভ হাসান শুভ পার্শবর্তী পীরগাছা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে। থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামি সৌরভ হাসান শুভকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন