বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৩ পিএম

সোনামসজিদ সিমান্তে ভারতীয় ট্রাকে সোনা পাচারের সময় সাড়ে ৩ কেজি স্বর্ণসহ রেন্টু শেখ নামের একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে সোনামসজিদ স্থলবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ভারতীয় ট্রাক ড্রাইভার ভারতের মালদার মাহাদিপুর এলাকার মাফাজুল শেখের ছেলে। বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আমির হোসেন মোল্লা এখর নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে লে.কর্ণেল আমির ; ' আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাকটি গতকাল সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে। রোববার সকালে পণ্য খালাস করে যাওয়ার সময় বিজিবি খবর পায় ওই ট্রাকে করে স্বর্ণ পাচার হচ্ছে। পরে ৫৯ বিজিবি অভিযান পরিচালনা করে ৩ কেজি ৪৭৬ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ২১৩ টাকা।'

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন