শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রমনা, শাহবাগসহ ডিএমপির ৫ থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৩ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা, গুলশান, শাহবাগ, তুরাগ ও বিমানবন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ পদায়ন করা হয়।


ডিএমপি হেডকোর্য়াটার্সের এক আদেশে গুলশান থানার অফিসার ইনচার্জ আবুল হাসানকে রমনা মডেল থানার অফিসার ইনচার্জ, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ বি, এম, ফরমান আলীকে গুলশান থানার অফিসার ইনচার্জ, রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদকে শাহবাগ থানার অফিসার ইনচার্জ করা হয়েছে।


এছাড়াও শাহবাগ থানার অফিসার ইনচার্জ মওদুত হাওলাদারকে তুরাগ থানার অফিসার ইনচার্জ ও রমনা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামকে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

 

একই আদেশে তুরাগ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসানকে গোয়েন্দা লালবাগ বিভাগে পদায়ন করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন