বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মীরের মুসলিম নেতাদের আটকে পাকিস্তানের নিন্দা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

‘ভারতের বেআইনি দখলীকৃত জম্মু ও কাশ্মীরে’ মাওলানা আবদুল রশিদ দাউদি, মাওলানা মুশতাক আহমেদ ভেরি ও জামায়াতে ইসলামির ৫ জন সদস্যকে খেয়ালখুশি মতো এবং বেআইনিভাবে আটকের নিন্দা জানিয়েছে পাকিস্তান। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। এতে এই আটককে জঘন্য কর্মকাণ্ড বলে আখ্যায়িত করা হয়েছে। এতে বলা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আর মাত্র কয়েকদিন বাকি। ক্রমশ অস্থিরতা বাড়ছে ভারতে। তারা মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার কোনো তোয়াক্কা করছে না। ভারত দখলীকৃত কাশ্মীরে নিরপরাধ কাশ্মীরিদের মানবাধিকারের বিরুদ্ধে নগ্ন এবং অব্যাহত কর্মকাণ্ডের নতুন নিম্ন অবস্থানে চলে গেছে ভারতের এই গ্রেফতার অভিযান। সন্দেহজনক এবং ভিত্তিহীন অভিযোগে ভারতের হেফাজতে আছেন কাশ্মীরের অনেক সত্যিকার প্রতিনিধি। ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন